প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২১, ৯:৫৯ পি.এম
ময়মনসিংহে নির্বাচনে দ্বায়িত্বরত ম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনায় ৫০০জনের বিরুদ্ধে পুলিশের মামলা
শহিদুল ইসলাম সোহেলঃ
গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নির্বাচনে দায়িত্বরত ম্যাজিষ্ট্রেটের উপর হামলার ঘটনায় পরাজিত নৌকার চেয়ারম্যান প্রার্থী এসএম সাইফুজ্জামানসহ অজ্ঞাত আরো অন্তত ৫শত জনকে আসামি করে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ফুলবাড়ীয়া থানার এসআই জ্যোতিষ চন্দ্র দেব।
আজ ১৬ নভেম্বর মঙ্গলবার সকালে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত ওসি মোল্লা জাকির হোসেন বিষয়টি গণমাধ্যমক নিশ্চিত করেন।
সাংবাদিকদের ব্রিফিং কালে তিন বলেন-গত ১১ নভেম্বর ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে নৌকার চেয়ারম্যান প্রার্থী এসএম সাইফুজ্জামানের কয়েক শত সমর্থক দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ রানার ওপর হামলা করে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় পরাজিত নৌকার চেয়ারম্যান প্রার্থী এসএম সাইফুজ্জামানসহ অজ্ঞাত আরো অন্তত ৫'শো জনকে আসামি করে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
কাউকে আটক করা হয়েছে কিনা এ প্রস্নের জবাবে মোল্লা জাকির হোসেন বলেন,বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে জানতে পরাজিত নৌকার চেয়ারম্যান প্রার্থী এসএম সাইফুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy