ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে পাতলা পায়খানা ও বমি শুরুর ‘এক ঘণ্টার মধ্যে’ পুলিশের এক পরিদর্শক মারা গেছেন; যিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।
তার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন এ বি এম মসিউল আলম।
তিনি বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে ভালুকার শিল্প পুলিশের পরিদর্শক সালাহ উদ্দিনের (৫৩) বমি ও ডায়রিয়া দেখা দেয়। ভালুকা উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ভোরে তিনি মারা যান। তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভূগছিলেন।
সন্দেহ হওয়ায় করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।
ভালুকা শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী সুপার নুর নবী বলেন, রাত পৌনে ২টার দিকে সালাহউদ্দিনের বারবার পাতলা পায়খানা ও বমি শুরু হয়। তখন তিনি নিজেই চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে যান। হেঁটে হেঁটে হাসপাতালের দোতালায় ওঠেন। এক ঘণ্টার ব্যবধানে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে স্যালাইন দেওয়ার উদ্যোগ নেওয়ার সময় তিনি মারা যান।
সালাউদ্দিন মাদারীপুরের রাজৈর উপজেলার হাজী আবু আলেম মিয়ার ছেলে। তাঁর স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে। লাশ বাড়িতে পাঠানো হয়েছে। পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy