প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৬:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২১, ৩:১৩ এ.এম
ময়মনসিংহে বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
শহিদুল ইসলাম সোহেলঃ
ময়মনসিংহে বিশেষ অভিযানে ০৪ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস দিঘারকান্দা এলাকা থেকে ইব্রাহিম, মহিউদ্দিন ও সাজ্জাদ আহাম্মেদ নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কোমান্ডার মেজর আখের মুহাম্মদ জয় জানান,র্যাবের একটি চৌকস দল গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা ময়মনসিংহ রোডে টহল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকা বাইপাস দিঘারকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে চার কেজি গাঁজা,মোবাইল সেটসহ নগদ অর্থ উদ্ধার করা হয়। গেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার ইব্রাহিম ও মহিউদ্দিন এবং সিলেট জালালাবাদ এলাকার সাজ্জাদ আহমেদ।
গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ীদের বরাতন দিয়ে র্যাব আরো জানায়,এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাজা এনে ময়মনসিংহ অঞ্চলে পাইকারি ও খুচরা ভাবে গাঁজা বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে গতকাল ০৭ অক্টোবর ২০২১ তারিখ বৃহস্পতিবার ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ীদের সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy