প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৮:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২০, ৯:৫৯ পি.এম
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
শহিদুল ইসলাম সোহেল,স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ই আগষ্ট)সকালে জেলা সার্কিট হাউজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, র্যাব-১৪ এর পরিচালক লে. কর্নেল এফতেখার উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
পরে এ উপলক্ষে টাউন হল মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।
এছাড়া সকালে কালিবাড়িস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং শিববাড়িস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের নেতৃত্বে অঙ্গসংগঠনের নেতারা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy