ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছার বানার পাড় নামক কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪৫ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেন। এ সময় ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেন বলে জানা যায়। আটক কৃত মাদক ব্যবসায়ীরা হলো, হাবিব হোসেন, মোঃ সুজন ও হাবিবুর রহমান। এদের সবার বাড়ী দিনাজপুর জেলা। ২২ জুন ২০২০ ইং তারিখ সোমবার দিন এই অভিযান পরিচালনা করেন র্যাব । র্যাব-১৪ ময়মনসিংহ জানান মুক্তাগাছা বানার পাড় কাশিমপুর এলাকা জনৈক আব্দুল কাদেরের চা এর দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান কালে একটি মাইক্রোবাসঅ ভ্যন্তরে লুকিয়ে পাচারকালে উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় আটক কৃতদের হেফাজত থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয় ।আটক কৃতদের বরাত দিয়ে র্যাব-১৪ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে বলে স্বীকার করেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। চিহ্নিতদের বিরুদ্ধে ময়মনসিংহ মুক্তাগাছা থানা র্যাব-১৪ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত কৃত মামলা এর নাম্বার কত তা জানা জায়নি।