প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১০:১২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২০, ১০:২২ পি.এম
ময়মনসিংহ আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সরকারী জমি জবর দখলের আপত্বি উঠেছে
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ আনন্দমোহন কলেজের এক সময়ের তুখোর,ত্যাগী ছাত্রলীগ নেতা,বতর্মান জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল ক্ষমতার,বলে,বলিয়ান হয়ে সুকৌশলে ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে বাংলাদেশ জুট মিল কর্পোরেশন(বিজেএম সির) আড়াই একর জমির উপর একটি গোডাউল দখল নেয়ার চেষ্টা আছে বলে,খবর রয়েছে। ময়মনসিংহ শহর র্যালির মোড়ে,২ একর ৫০শং জমি আদমজী জুট মিলের । উক্ত জমির বতর্মান বাজার মুল্য কম পক্ষে ১শ ২৫ কোটি টাকা হবে।মোয়াজ্জেম হোসেনবাবুল ও তার সহযোগীরা নিজস্বার্থ হাসিল করার জন্য ভুয়া উত্তরাধিকারী হয়ে সরকারী জমি দখলে নেয়ার চেষ্টায় লিপ্ত। জমি আয়াত্বে নিতে কুচক্রীরা রাতের আধাঁরে টিন-কাঠ দিয়ে বেড়া দেয়ার চেষ্টা করে।এদিকে বাংলাদেশ জুট মিল (বিজেএম সির) কঠোর অবস্থানে থাকার কারণে-দখলবাজ চক্রের সদস্যরা সফল হতে ব্যর্থ হয়। এবিষয় (বিজে এমসির) উধ্বর্তন কর্মকর্তা,জনাব আব্দুল মান্নান বলে ইতিমধ্যে তারা তদন্ত কমিটি গঠন করেছে-সেই কমিটির প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে মোয়াজ্জেম হোসেন বাবুল বাংলাদেশ জুট মিলের জমি দখলবিষয়টি অস্বীকার করেন। চিহ্নিত জমির দখল সৃষ্টির নায়ক,কে সে রহস্য বের হবে গঠন কৃত তদন্ত কমিটির প্রতিবেদনের মধ্য দিয়ে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy