ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ বন্ধ থাকবে। সিভিল সার্জন অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জন ডা.এ বি এম মসিউল আলম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন নতুন কিট আসায় এমন সিদ্ধান্ত হয়েছে এবং দু-এক দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে আশা করেন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত হাসপাতালে নতুন করে নমুনা না দেয়ার জন্য অনুরোধ জানান তিনি । ময়মনসিংহ হাসপাতাল (মমেক) মাইক্রোবায়োলজি ল্যাবে কারিগরি ত্রুটির কারণে নতুন কোনো নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ডা.চিত্ত রঞ্জন দেবনাথ। জানা গেছে, মমেকের করোনা শনাক্তের ল্যাবে তিনটি মেশিনে প্রতিদিন সর্বোচ্চ আট ধাপে ৭৫২টি নমুনা পরীক্ষা সম্ভব হতো। এ পর্যন্ত এই ল্যাবে মার্চের শুরু ২৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বিভাগে হাজার, হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পিসি আর ল্যাবে কারিগরি ত্রুটির কারণে নমুনা পরীক্ষা না হওয়া এবং নমুনা সংগ্রহ বন্ধ থাকার বিষয় উদ্বেগ প্রকাশ করেছে বি এমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া। তিনি বলেন বিগত ১৫ দিনে আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা রোগীর সংখ্যা । এমন পরিস্থিতি যদি নমুনা বন্ধ থাকে তাহলে সংক্রমণের সংখ্যা যেমন বাড়বে তেমনি চিকিৎসা ব্যবস্থার উপরও প্রভাব পড়বে। দ্রুত এই সমস্যার সমাধান করা উচিত।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy