ময়মনসিংহ জেলায় করোনা যুদ্ধে জয়ী,৮সদস্য কাজে যোগ দিয়েছেন। সেই জন্য পুলিশ সুপারের পক্ষ হতে তাদের ফুলেল শুভেচ্ছাএবং আর্থিক সহায়তা দিয়ে অভিনন্দন জানান। সরকারের নিদের্শ মেনে চলে পুলিশ কে সহায়তা করুন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করুন-নিজে সুস্থ থাকুন,অন্যকে নিরাপদ,রাখুন এবং আগামী পথ চলা শুভ হউক-আমিন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..
[…] জয়নাল-আই জি,পির হস্তক্ষেপ চান ময়মনসিংহ করোনা যুদ্ধে জয়ী ,৮ পুলিশ সদ… রংপুরে সাবেক সেনা কর্মকর্তাসহ […]
[…] ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধাসন্তান সংসদ কমিটি গঠন করেছেন । কৃত কমিটির আহবায়ক মোঃ নুরে আলম সিদ্দিকী স্বপন এবং মোঃ মনিরুজ্জামান মনির কে সদস্য সচিব কবে ২১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান জনাব মোঃ সোলায়মান মিয়ার নির্দেশে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি শেখ মোঃ রেজাউল করিম রনি ও সাধারন সম্পাদক এম ডি লিটন বাদশা যুক্ত স্বাক্ষরে অনুমোদন দেন। যুগ্ন আহবায়ক ভালুকার আফসার বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর আফসারের ও সহধর্মিনী সম্প্রতি দিনে প্রয়াত শহীদ জননী খাইরুননেছা আফসারের মেয়ে,ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ’ সহধর্মিনী১রহিমাআফরোজ,শেফালী,২।বীর মুক্তিযোদ্ধা ডা.রমজান আলী তরফদারের সুযোগ্য পুত্র সন্তান সাংবাদিক মোঃ আতাউর রহমান তরফদার,৩।শামীম আহম্মেদ সহ ২১ সদস্য বিশিষ্ট এক কমিটি অনুমোদন দেন,ময়মনসিংহ জেলা কমিটি। উপজেলামুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক নুরে আলম সিদ্দিকী স্বপন সাংবাদিকদের বলেন আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা যেন আমি পালন করতে পারি সেই লক্ষ্যে আমাকে আপনারদের উপদেশ,মতা মত ও পরামর্শ দিয়ে প্রয়োজনীয় সহযোগীতা করবেন বলে আমার বিশ্বাস- ধন্যবাদ। […]