ইসমাইল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
জলাবদ্বতা সৃষ্টি বা তৈরির মাধ্যমে যারা মানুষের জীবন অতিষ্ঠ করে লাভবান হতে চায়-তাদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলায় ফৌজদারী কার্যবিধির ১৩৩ ধারার কার্যকর প্রয়োগ হয়নি কখনো। জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে,সঙ্গে নিয়ে প্রথম ময়মনসিংহ জেলা,ফৌজদারী কার্যবিধির ১৩৩ ধারার প্রয়োগের মাধ্যমে কৃত্রিম জলাবদ্ধতা দূর করার কাজটিতে হাত নিচ্ছেন বলে সংবাদ পাওয়া গেছে। ফুলবাড়িয়া,নান্দাইল সহ অনেক জায়গায় ইত্যোমধ্যে জেলা প্রশাসনের অভিযান শুরু,যা চলতে থাকবে। অন্য দিকে ভালুকা উপজেলায় শিল্প নগরী এলাকায় আকালিয়া গ্রামে ইন্তাজ আলীর ধানি জমি-প্রভাবশালী শিল্পপতি লাব্বীব প্রতিষ্ঠান মালিক,কৃত্রিম জলাবদ্বতার সৃষ্টি রেখেছে। ফলে ইন্তাজআলী সহ আকালিয়া অনেকেই ফসলি জমিতে ফসল করতে পারে না। উক্ত ঘটনার প্রতি নজর দিবেন-সমস্যা,সমাধান হবে,না,কিন্তু,এ, কাজে যারা জড়িত থাকবে,সকলকের সততা বজায় রাখতে হবে এবং অর্থনৈতিক লোভ যেন আত্নায় প্রবেশ করে,বিষাক্ত না হয়,,প্রভাবশালী চক্র,যেন মাথা তুলে দাড়াতে,না পারেন-সেজন্য সকলের নৈতিক সমর্থন-সহায়তা থাকা,চাই। জলাবদ্বতা বিষয়,জেলা প্রশাসকের কাছে সংশ্লিষ্ট স্পটে থেকে অভিযোগ করুন প্রতি বুধবার অনলাইন,গণ শুনানিতে।
[…] […]