প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১০:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২০, ১২:৪৬ এ.এম
ময়মনসিংহ জেলা-উপজেলা গুলো মহান বিজয় দিবস উদযাপতি
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2020/12/IMG_20201217_005240_908.jpg?fit=600%2C316&ssl=1?v=1608230806)
ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা সহ উপজেলা গুলোতে ১৬ ডিসেম্বর ২০২০ ইং মহান বিজয় দিবস ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে । ১৯৭১ সাল ১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ড ও লাল সবুজের পতাকা লাভ করেন । সে উপলক্ষ্যে দেশ জুড়ে মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে উদযাপন করা হয় মহান বিজয় দিবস ।শহর থাকে শুরু করে প্রতিটি জেলা,ও থানায় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন সরকারী -বেসরকারী দপ্তর, সাধারণ মানুষের পক্ষ থেকে ও স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে এবং সারা দেশের ন্যায় ময়মনসিংহ ভালুকা, গফরগাঁও, ফুলপুর, ত্রিশাল, ফুলবাড়ীয়া, মুক্তাগাছা, নান্দাইল. গৌরীপুর, হালুয়াঘাট, ধোবাউড়া তারা কান্দা উপজেলা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ভালুকায়,আওয়ামীলীগ সহ অন্যান্য রাজনৈতিক দলপৃথক,পৃথক ভাবে বিজয় দিবস উদযাপন করেন। এ ছাড়াও প্রশাসনিক ব্যাবস্থায় মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন মুক্তিযোদ্ধের স্মৃতিসৌধে পূস্পস্তবক অর্পন-দোয়া মাহফিল ভালুকা উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম প্রদান করেন ও আলোচনা সভা অনুষ্ঠতিত হয়েছে। সভায় উপস্থিত ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেয়র ডা: এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু-মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন ও প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদ কর্মীগন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy