ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
সিংহ অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নির্দেশে এস আই (নিঃ) আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্স সহ কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান করে ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখ সকাল ৬ ঘটিকার সময় চুর খাই হতে পাড়াইলগামী পাকার রাস্তা থেকে ১টি প্রাইভেটকার ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী
১। মোঃ সাখাওয়াত হোসেন সিজান-সিজার(২৬) পিতা মোঃ আবুল কালাম, মাতা- মৃত সুফিয়া খাতুন, সাং- দাপুনিয়া উজান ঘাঘড়া, ২। মোঃ হামিদুল ইসলাম নাহিদ (৩৩) পিতা-মোঃ আঃ রহিম, মাতা- মোছাঃ হামিদা বেগম, সাং- ৫৪/ ঘ জেল রোড পুলিশ লাইন, উভয় থানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহ। এছাড়া ওএকই দিনে এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ ভালুকা মডেল থানা এলাকা মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে দুপুর সময় ভালুকা থানাধীন মল্লিকবাড়ী এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী ৩।রনি হাওলাদার (৩০)পিতা-জালাল হাওলাদার-মাতাহোসেনাআরা বেগম সাং,বড় কসবাথানা,গৌরীনদী,জেলা বরিশাল, ৪। মোঃ আব্দুল করিম (৪০)পিতা মৃত-আঃ খালেক মাতা মৃত-মোমেনা বেগম,সাং পাচুয়াদিঘা বর,থানা-কাপাসিয়া,জেলা-গাজীপুর গ্রেপ্তার হয় এবং আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করবেন বলে সুত্রে প্রকাশ।