ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর রঘু রামপুর এলাকা পৈত্রিক সৃত্রে প্রাপ্ত নিজদের পুকুর গত ১৮ জুন বৃহস্পতিবার সকাল মাছ ধরতে যান ৩ ভাই আবুজর গিফারী জাফর, ফজলুল হক, আবু ইউসুফ সহ দুই বন্ধু সাইফুদ্দিন ফকির, জহির খান। এদিকে বড় ভাই হাজী ওমর ফারুক ও তার ছেলে আল আমিন ও তাদের ভাড়াকৃত সন্ত্রাসী মেহেদীর নেতৃত্বে মাছ ধরতে নিষেধ করে ব্যার্থ হন । তথ্য জানান রঘুরামপুর মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৮৬ শতাংশ জমির মধ্যে আবুজর গিফারী জাফর এর ৪১ শতাংশ ও অপর এক ভাই ইয়াকুব এর ৪১ শতাংশ জমি রয়েছে। তবে ঐ জমি বড় ভাই হাজী ফারুক অন্যায় ভাবে জমা খারিজ করে অবৈধ দখলে নিয়ে নেন। উক্ত জমা খারিজে বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
এ ছাড়াও বড় বাজার ৬২ নং হোল্ডিং হাজী ট্রেডার্স এর ৩ তলা বাড়ীর ৩ টি কক্ষ জাফর পৈত্রিক সূত্রে প্রাপ্য হলেও দীর্ঘ ১০ বছর যাবৎ দু টি কক্ষের অবৈধ দখল নিয়ে ৮ হাজার টাকা ভাড়া দিয়ে হাজী ফারুক এ পর্যন্ত ৯ লক্ষ ৬০ হাজার ভাড়া উত্তলোন করে আত্বসাৎ করেন বলে জাফর প্রতিনিধিকে জানান ।নিজ পুকুরে মাছ ধরার ঘটনায় সে দিন ৩ ভাইকে কিছু করতে না পেরে বড় ভাই ছোট ভাইদের পিছনে সন্ত্রাসী চক্রের সদস্য লেলিয়ে দিয়েছে। শম্ভুগঞ্জ ৩৩ নং কাউন্সিলর অফিসের আনুমানিক ৩০০ শ গজ পশ্চিমে রাস্তায় ৩ ভাই ও দু বন্ধুর গাড়ী এক দল সন্ত্রাসীরা সম্প্রতিতে অবরোধ করেন এবং উপস্থিত বড় ভাই হাজী ফারুক ও তার ছেলে আল আমিন হত্যা করার হুকুম । ঐ দিন সন্ত্রাসীরা হত্যা করতে না পারলেও জখম করেছেন আবুজর গংদেরকে। অবস্থায় ৩ ভাই আবুজর গিফারী জাফর, সাইফুদ্দিন ফকির, জহির খান সহ দু বন্ধু চরম নিরাপত্তাহীন ভোগছেন। ঘটনায় আবুজর গিফারী জাফর বাদী হয়ে কোতোয়ালি মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন ।অভিযোগ ভিত্তিতে এস আই সোহেল রানা স্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে । পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে নিত্য নতুন ঘটনা সৃষ্টি করে হাজী ফারুক ছোট ভাইদের উপর সন্ত্রাসী হামলা এবং মামলা করে । এমনি অবস্থা হয়রানি শিকার হচ্ছে জানালেন জাফর ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy