ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের মুক্তাগাছা রাতের আধারে দুর্ধর্ষ ডাকাতি। ডাকাতরা অস্ত্রের মুখে ফেলে আনুমানিক ২০ লক্ষাধিক টাকা মূল্যের ১৬ টি ষাঁড় গরু নিয়ে গেছে ।
এ ঘটনা ঘটে শনিবার দিনগত রাত সময় প্রায় ৩ টার দিকে।ডৌওয়াখোলা এলাকা আরব এগ্রো ফার্ম থেকে ১৫/২০ জনের সংঘবদ্ব ডাকাত দল অস্ত্র নিয়ে দেশী-বিদেশী ১৬ টি ষাঁড় গরু দুটি ট্রাক ভর্তি করে নিয়ে গেছে বলে সুত্রে প্রকাশ।
পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য ফার্মের প্রধান পাহাড়াদার আঃ রশিদকে থানা নিয়ে,জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেন,এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান কবির, মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস- ডিবি ওসি শাহ কামাল আকন্দ ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন।
পুলিশ ও ফার্ম কর্মচারীরা জানায়,শনিবার দিনগত রাত কুমারগাতা ইউনিয়: ডৌওয়াখোলা মুক্তাগাছা উপ জেলা ভাইস চেয়ারম্যান আরব আলীর মালিকানাধীন আরব এগ্রো ফার্মের কাটা তারের বেড়া কেটে ডাকাতদল ভিতরে প্রবেশ করেন।
পরবর্তীতে ডাকাতরা ফার্মের প্রধান গেইটের ঐ রাতের দায়িত্ব পালনরত পাহাড়াদার আঃ রশিদকে ৩ ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মী করে প্রধান গেইটের চাবি নিয়ে গেইট খুলে অন্যান্য ডাকাতরা ভিতরে প্রবেশ করে। পাশের ঘরে এগ্রো ফার্মের নিয়মিত কর্মচারী শরীফুল কিছু বুঝে উঠার আগেই ৩ ডাকাত তার গলায় ছুরি ধরে জিম্মী করে অন্যন্য ডাকাতরা গোয়াল ঘরে প্রবেশ করে দড়ি কেটে দেশী-বিদেশী১৬ টি ষাঁড় গরু ২টি ট্রাকে তুলে নিয়ে যায়। আনুমানিক মূল্য ২০ লক্ষাধিক টাকা। প্রায় ঘন্টা ব্যাপি ডাকাতির পর তারা চলে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর ফার্মের ম্যানেজার হুমায়ুন কবির রাত সোয়া৩ টার দিকে উপজেলা ভাইস,চেয়ারম্যানআরবআলীকে ঘটনাটি মোবাইলফোন জানান।এ ছাড়াও গত মাসে এলাকা হতে আরও ১৫ টি গরু চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। রিপোর্ট লেখা পযর্ন্ত মামলা হয়েছে কি না-তার কোন সংবাদ জানা সম্ভব হয়নি
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy