ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ রেলস্টেশন,রেললাইন সংস্কার কাজে পাথরের বদলে ইটের খোয়া,বালি ব্যবহার করা হচ্ছে।
উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেও নির্বিকার রেলকর্তৃপক্ষ।স্থানীয় সচেতন মহলের মন্তব্য রেললাইনে পাথর না করে যে ইটের খোয়া ব্যবহার করার কারণে লাইন ঝুঁকিপূর্ণ হবে এবং নাগরিক নেতারা বলছেন রেললাইন নির্মাণে পাথর ব্যবহার না করা হলে প্রতিবাদ কর্মসূচী দিবেন। ময়মনসিংহ রেলস্টেশন আউটার সিগন্যাল হতে কেওয়াটখালী পর্যন্ত দু কিলোমিটার রেললাইন সংস্কারে পাথরের বদলে ইটের খোয়া-বালি ব্যবহার হওয়ায় সমালোচনার ঝড় বইছে। সঠিক তদারকি না থাকার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন মনগড়া কাজ করে চলছে। পাথর ব্যবহার না করে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারে রেললাইন আরও ঝুকিপূর্ণ হবে বলে আপত্তি রয়েছে স্থানীয়দের। জানান কয়েকদিন ধরে নিম্নমান ইটার খোয়া, বালি ফেলে রেললাইন সংস্কার কাজ করছে। রেলওয়ে কর্তৃপক্ষের কেউ কাজের তদারকি করতে দেখা যায় নি। সুশাসনের জন্য নাগরিক সুজন মহানগর শাখার সাধারন সম্পাদক আলী ইউসুফ জানান রেললাইন সংস্কারের নামে সরকারি অর্থ,পরি কল্পিত ভাবে লুটপাট করে চলছে একটি চক্র । জড়িতদের বিচার দাবী করেন,ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমীন কালাম ।
রেলওয়ে ময়মনসিংহ সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান রেল চলাচল স্বাভাবিক রাখতে টেন্ডারের মাধ্যমে সাময়িক ভাবে রেললাইন সংস্কার করা হচ্ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প ব্যয় সম্পর্কে কোন তথ্য জানাতে রাজি হননি। চিহ্নিত ব্যাপারে জেলা প্রশাসক মিজানুর রহমান জানান রেলপথ মন্ত্রণালয়কে ঘটনা অবহিত করেছেন ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..
Leave a Reply