ইসমাইল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের সদর থানার পুলিশের পৃথক অভিযান করে ৩ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং নগরীর চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ বাপ্পা সহ চার জন গ্রেপ্তার করেছে পুলিশ। সেমাবার দিবাগত মধ্যরাত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীর নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার হয়-কোতোয়ালী থানা সুত্রে জানা গেছে, এসআই নিরূপম নাগ, মিনহাজুল ইসলাম ও পলাশ রায়ের নেতৃত্বে সোমবার নগরীর চামড়া গুদাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আলোচিত মাদক ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ বাপ্পাকে নিউ রুম্পাক্লিনিকের সামনে থেকে ২০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে । খালেদ সাইফুল্লাহ, চামড়া গুদাম এলাকার নজরুল ইসলামের ছেলে। এ,এস,আই মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সদরের পরানগঞ্জ এলাকার সানাদিয়া থেকে সি আর মামলার সাজাপ্রপ্ত পলাতক আসামী কামাল মিয়াকে গ্রেপ্তার করে। তার পিতার নাম আবু বকর সিদ্দিক। অপরদিকে এস,আই নবী হোসেনের নেতৃত্বে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুয়েলকে গ্রেপ্তার করে - সে ঐ এলাকার আব্দুল রবের ছেলে এবং এস আই অমিত মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে কাজী নাইমুদ্দিনের ছেলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রতন মিয়াকে আটক করেছে। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানায় মামলার মাধ্যমে,মঙ্গলবার আদালতে সোপর্দ করেছেন
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy