প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ৩:১৯ এ.এম
ময়মনসিংহ সিটিতে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন
শহিদুল ইসলাম সোহেলঃ
ময়মনসিংহ সিটিতে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন কাজের উদ্ভোদন করা হয়েছে।
আজ বেলা ১২ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে ৫ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে রয়েছে,বাকৃবি ০২ নং গেটে ৪০০ মিটার, বাকৃবি সোহরাওয়ার্দী হলের পেছনে ১৩৫০ মিটার, বাকৃবি ই/৫ কোয়ার্টার থেকে বৈশাখী চত্বর পর্যন্ত ৫০০ মিটার, বিএফআরআই পানির ট্যাংকির পেছনে ৬২০ মিটার আরসিসি সড়ক এবং বাকৃবি ১ম গেট থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত ৯০০ মিটার পাইপ ড্রেনসহ ফুটপাত নির্মাণ।
কাজের গুনগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে সিটি করপোরেশনের কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
তিনি বলেন,জনগণের অর্থে নির্মিত সড়ক,ড্রেন বা কোন উন্নয়ন কাজের যথাযথ মান অব্যশই নিশ্চিত করতে হবে। মানের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটির মানুষের বিষয়ে যথেষ্ট আন্তরিক। তিনিই সিটি কর্পোরেশন দিয়েছেন এবং সিটির মানুষের উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প দিয়েছেন। এসব প্রকল্প যথাযথ বাস্তবায়নে কোথাও কোন দুর্বলতা দেখা দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-০৩ সামীমা আক্তার, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তফা ফারুক,২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ার হোসেন,নির্বাহী প্রকৌশলী জহিরুল হক,সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন,স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy