প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২০, ৯:২৬ পি.এম
ময়মনসিংহ হাসপাতালের প্রধান নাসির উদ্দিন আহমেদ অবসর
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2020/07/received_7207573818338181.jpeg?fit=708%2C546&ssl=1?v=1595172397)
ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার নাসির উদ্দীন আহমেদ,বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০ তারিখ তিনি শেষ কর্ম দিবস সকলের সহোযোগিতা ও ভালবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছেন ।এ ছাড়া ভুল ভ্রান্তির জন্য সকলের কাছে ক্ষমা কামনা করেন । সাধারণ নাগরিক শুরু করে ময়মনসিংহের সকল উচ্চপর্যায়ের কর্মকর্তা,ও মধ্য পর্যায়ের কর্মকর্তা শ্রদ্ধা ভাজন,আস্তা ভাজন অধ্যাপক,ডাক্তার ইন্টার্ন চিকিৎসক নার্সিং অফিসার মেডিকেল কলেজ, সকল কর্মচারী, সাংবাদিক বৃন্দ- রাজনৈতিক নেতৃ বৃন্দ,পেশাজীবি সহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভাল কিছু হয়ে থাকলে তা আপনাদের সাহায্যে হয়েছে। শেষ কর্মদিবসে দোয়া চান। আসছে ১৮ ই জুলাই শনিবার নুতন পরিচালক কে দায়িত্ব ভার বুঝিয়ে দিয়ে ১৯ জুলাই শহর থেকে আপাতত বিদায় নিবেন, ও৩০ শে জুলাই অবসরে চলে যাবেন,
ব্রিগেডিয়ার নাসির উদ্দীন আহমেদ
পরিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে থেকে।তিনি এক সু দক্ষ দায়িত্ববান পরিচালকছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy