তৌহিদ আহমেদ রেজা:
২০০৯ সাল থেকে আজ পর্যন্ত লালমনিরহাট জেলার যত উন্নয়ন হয়েছে তার সবটাই করেছেন জননেত্রী শেখ হাসিনার দয়ায় জননেতা মোঃ মোতাহার হোসেন এমপির হাতধরে হয়েছে। রংপুর থেকে লালমনিরহাট হয়ে বুড়িমারি পর্যস্ত চার লেন রাস্তাটি চলমান বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে। যাহা আগামী ৩০ শে জুন, মহান জাতীয় সংসদে পাশ হবে। লালমনিরহাট জেলার গণ মানুষের নেতা জননেতা জনাব মোঃ মোতাহার হোসেন এম পি মহোদয়, গত কয়েক বছর যাবৎ রংপুর থেকে লালমনিরহাট হয়ে বুড়িমারি এবং বুড়িমারি থেকে তিস্তা ব্যারেজ হয়ে রংপুর পর্যন্ত, চার লেন দুই টি রাস্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তর গুলোতে যোগাযোগব্যবস্থা অব্যাহত রাখছেন। যাহা ইতোমধ্যে বুড়িমারি থেকে তিস্তা ব্যারেজ হয়ে রংপুর পর্যন্ত, চার লেন রাস্তাটি টেন্ডার কাজ চলমান। আগামী ২০২০ -২০২১ অর্থবছরে রংপুর থেকে লালমনিরহাট হয়ে বুড়িমারি পর্যন্ত চার লেন রাস্তাটি টেন্ডার হবে ।
প্রশ্নঃ যাহারা লালমনিরহাট জেলার উন্নয়নের অহংকার লালমনিরহাট জেলার গণ মানুষের নেতা, বার বার বিপুল ভোটে নির্বাচিত সাংসদ মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন, বার বার নির্বাচিত লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মোঃ মোতাহার হোসেন এম পি মহোদয়কে নিয়ে এবং চার লেন রাস্তা নিয়ে বাজে মন্তব্য করেছেন, তাদেরকে বলতে চাই ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত লালমনিরহাট জেলার যত উন্নয়ন হয়েছে তার সবটাই করেছেন জননেত্রী শেখ হাসিনার দয়ায় জননেতা মোঃ মোতাহার হোসেন এম পি মহোদয় । যতদিন জননেতা জনাব মোঃমোতাহার হোসেন এম পি মহোদয় জীবিত থাকবেন ততদিন এই জেলার উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।