প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২১, ১১:৫০ পি.এম
যশোরের অভয়নগরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে বিএল কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্রীর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৮টার দিকে চাচাতো ভাইয়েরা দরজা ভেঙে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে । অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমোশপুর গ্রামের তুষার কান্তি বিশ্বাসের মেয়ে রুপা বিশ্বাস (২২) বাবার বাড়িতে বেড়াতে এসে গলায় দড়ি দেন।
পারিবারিক সূত্রে জানা যায় , রুপা বিশ্বাসের বিয়ে হয়েছিল মনিরামপুর থানার অন্তর্গত সুজাতপুর গ্রামের নৌবাহিনীতে চাকুরিরত টুটুল বিশ্বাসের সাথে এবং তাদের ৫ মাসের একটি শিশু সন্তান রয়েছে।অনার্স ফাইনাল পরীক্ষা খারাপ হওয়ায় বাবার বাড়িতে বেড়াতে এসে সে গলায় দড়ি দেয়।
রুপা বিশ্বাসের কাকু শিমুল জানান, রুপা খুবই মেধাবী ছাত্রী ছিল। সে এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছিল।
কিন্তু অনার্স ফাইনাল পরীক্ষা খারাপ হওয়ায় সে বাবার বাড়িতে এসে রাগারাগি করে এবং বলে তার ৫ মাসের শিশু সন্তানের জন্যই পরীক্ষা খারাপ হয়েছে। মঙ্গলবার রূপার মা ও শাশুড়ি তার শিশু সন্তানকে ডাক্তার দেখাতে আসলে সেই ফাঁকে সে গলায় দড়ি দেয় ।
ঝুলন্ত অবস্থায় চাচাতো ভাইয়েরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy