যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ভ্রাম্যমান আদালতে বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের আনিছুর রহমান তার ১৭ বছরের কন্যার সাথে খুলনার বাসিন্দা সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা মকবুল হোসেন (৪০)-এর বাল্যবিবাহ চলাকালে সেনাবাহিনী ও পুলিশের সদস্যগনকে সাথে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট ইরুফা সুলতানা হাতে নাতে ছরে ফেলেন। এসময় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০১৭ এর ধারা ০৬ মোতাবেক ছেলেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা ও এরকম কাজ করবে না মর্মে উভয় পক্ষ মুচলেকা গ্রহণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy