প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৪:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২১, ১০:৫৯ পি.এম
যশোরের ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধিঃ
যশোর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব রূপন কুমার সরকার পিপিএমের নেতৃত্বে ২৯/০৮/২০২১ইং রবিবার বিকাল ০৪ টার
সময় ডিবি'র চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/ শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আকিজ পেট্রোল পাম্প সংলগ্ন মন্ডলগাতী গ্রামের পিন্টু মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ৩,৮৪৫ (তিন হাজার আটশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত নারী মাদক ব্যবসায়ী মুমিনা খাতুন কাজল (৪২) খুলনা জেলার দৌলতপুর থানা এলাকার দেয়ানা গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী। সে যশোর জেলার কোতয়ালী থানা এলাকার পাইপ পট্টি লালদিঘী পূর্বপাড়ার ভাড়াটিয়া বাসায় থেকে মাদক ব্যবসা করতেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়। এছাড়াও তার বিরুদ্ধে পুর্বের আরও দুইটি মাদক মামলা রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy