প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২১, ৭:০২ পি.এম
যশোরের মূত যুবকের পরিচয় পাওয়া গেছে

রফিকুল ইসলাম যশোরঃ
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামে বাগানে গাছের সাথে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত মৃত যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে।
গতকাল ৩ মার্চ সকাল ১০.০০টার সময়
স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে অভয়নগর থানা পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে দুপুর ২ টা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে লাশটি পরিচয় পাওয়া যায়। এবং তার স্বজনরা তাকে সনাক্ত করেছে বলে জানা যায়।
পুলিশ ও মৃতের স্বজনদের সুএে জানা যায়, মৃত যুবকের নামমোঃ আলমগীর হোসেনএবং তার বয়স (৩০) সে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড (বৌ বাজার) এলাকার মৃত শামসুর রহমানের পুত্র। সে রং মিস্ত্রীর কাজের পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামের নাচ গান করতেন।
মৃতের বড় ভাই মোঃ শাহ-আলম জানায়, প্রচুর নির্যাতনের তার চেহারা বিকৃত হওয়ার কারনে তাকে সনাক্ত করতে এত সময় লেগেছে।
এসময় তিনি আরও বলেন, গতকাল রাতে কেউ একজন আমার ভাইকে ফোন দিয়ে ডেকে নেয়, রাতে বাসায় না ফিরে পরিবারে অন্য সদস্যের কাছে ফোন দেয় কিন্তু ফোন রিসিভ করলে কোন কথা বলেনি। সকাল থেকে আমরা তাকে খুজতে থাকি কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি।
পরে একটি লাশ পাওয়া গেছে এমন সংবাদ পেয়ে থানায় গিয়ে দেখি এটা আমার ছোট ভাই।
অভয়নগর থানার এস আই শাহ আলম বলেন, লাশটি পোস্টমর্টেম এর জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এবং হত্যার সাথে সন্দেহভাজন সংপৃক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy