প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২০, ১০:১৭ পি.এম
যশোরের শার্শায় ইউএস ডলারসহ আটক

বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার উলাশী থেকে পাঁচ লক্ষ ইউএস ডলারসহ ২ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ডলারের মূল্য বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে চার কোটি টাকা। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। যার রেজিষ্ট্রেশন নং টয়োটা ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাগুড়িয়া গ্রামের রশিদ ব্যাপারির ছেলে হৃদয় মিয়া (২০) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম উলাশীর রাস্তায় অবস্থান নেয়। তারা ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করে। প্রতিটি বান্ডিলে ১০ হাজার করে মোট ৫ লক্ষ ইউএস ডলার ছিল। যার দেশীয় মুদ্রায় মূল্য চার কোটি ২৩ লাখ ২০ হাজার। এ সময় হৃদয় মিয়া ও আশরাফুল ইসলাম নামে দুই জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকৃকতরা জানিয়েছে তারা হুন্ডি ও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy