আটকরা হলেন- বেনাপোলের বালুন্ডা গ্রামের শাহ আলম, রামচন্দ্রপুরের মাসুদ রানা, গাজীপুরের জাকির হোসেন। শুক্রবার বিকেলে শহরের খাজুরা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে খাজুরা বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে বেনাপোল থেকে ঢাকাগামী ওই প্রাইভেটকার আটক করা হয়। এ সময় এক লাখ ১৫ হাজার মার্কিন ডলারসহ তিনজনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আটকরা দীর্ঘদিন ধরে হুন্ডি ও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।