প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৯:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২১, ১০:১৪ পি.এম
যশোরে গেম খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরে মোবাইল ফোনে অ্যাপসভিত্তিক গেম নিয়ে দ্বন্দ্বের জেরে রাকিব (১৪) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন হয়েছে।
রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ও স্থানীয় হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে রাকিব ও সমবয়সী কয়েকজন এনায়েতপুর গ্রামের ঈদগাহ মাঠে মোবাইল ফোনে অ্যাপসভিত্তিক গেম খেলছিল। হঠাৎ রাকিবের সঙ্গে সোহানের হাতাহাতি হয়। একপর্যায়ে সোহান (২০) ছুরি বের করে রাকিবের পেটে ঢুকিয়ে দেয়।
গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন রাকিবকে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সোহান একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. দেলোয়ার হোসেন খান জানান, রাকিবের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যে কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইল ফোনে গেম খেলা নিয়ে সমবয়সী দুজনের দ্বন্দ্বে ছুরিকাঘাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্য কোনো কারণ আছে কিনা; খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy