রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
যশোর শহরতলীর শেখহাটি ভৈরব নদীর তীরে তসলিমের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমানের জাল টাকার নোটসহ হালিমা বেগম (৩৭ ) নামে একজন নারীকে আটক করেছে,
যশোর সদর ফাঁড়ির পুলিশ সদস্যরা। আটককৃত ওই নারী তসলিমের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়। ওই নারী একই জেলার বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া এলাকার শওকত আলীর স্ত্রী।
দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যশোরের বিভিন্ন এলাকায় বাসা বাড়ি ভাড়া নিয়ে জাল টাকার রমরমা ব্যবসা করতো বলে জানিয়েছে পুলিশ।
খুলনা বিভাগের অন্যতম জেলা যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে. যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেএম শফিকুল আলম চৌধুরীর, নেতৃত্বে সেখানে একদল পুলিশ সদস্যরা অভিযান চালায়।
শেখহাটি তসলিমার বাড়িতে অভিযান চালিয়ে হালিমা নামে ওই নারীকে ৪৫ হাজার টাকার জাল নোট সহ তাকে আটক করা হয়। আটককৃত ওই নারীর বিরুদ্ধে অর্থ জালিয়াতির মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..