প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২১, ৭:১৬ পি.এম
যশোরে ডাকাতিকালে ১ ইউ পি সদস্য সহ আটক ৪
যশোরে ডাকাতিকালে ১ ইউ পি সদস্য সহ আটক ৪
বেনাপোল প্রতিনিধিঃযশোরের বাঘারপাড়ায় চার ডাকাতকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার শুকদেবনগর থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন নড়াইল নড়াগাতি থানার নয়নপুর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে বরখাস্ত পুলিশ সদস্য মিজানুর রহমান (৪০), শার্শা উপজেলার সেতাই গ্রামের নূর ইসলামের ছেলে ও গোগা ইউনিয়নের ইউ পি সদস্য. কামরুজ্জামান(৩৫), একই গ্রামের নাজির উদ্দিনের ছেলে দেলোয়ার (৪২), সাতক্ষীরা সদর উপজেলার মাসখোলা গ্রামের জোমাদ আলীর ছেলে জাহাঙ্গীর (৩২)। ডাকাতচক্রের বাকি আরো চার সদস্য পালিয়েছে। এ ঘটনায় একটা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ১৯-৯৬৯৪) উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আশরাফুজ্জামান নামে এক ব্যক্তি ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার উদ্দেশ্য ভোরে খুলনা জিরো পয়েন্ট হয়ে ডুমুরিয়ার গুটুদিয়া পৌঁছালে ডাকাত দলের কবলে পড়েন। তাৎক্ষণিকভাবে ডাকাত দলের সদস্যরা তাদের গাড়ি দিয়ে গাড়ির গতিরোধ করে ব্যারিকেড দেয়। গাড়িতে থাকা আশরাফুজ্জামান ও ইকবালকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদেরকে হাত মুখ বেঁধে ফেলে। এরপর তারা (ডাকাত দলের সদস্যরা) গাড়ির নিয়ন্ত্রণ নেয়। পরে দুজনকে হাত মুখ বাঁধা অবস্থায় বাঘারপাড়া উপজেলার সাইটখালি গ্রামের এক ফাঁকা জায়গায় ফেলে দেয়। সেখান থেকে দুজনে স্থানীয়দের সহযোগিতায় জিপিএসের মাধ্যমে গাড়ির অবস্থান শনাক্ত করে চাড়াভিটা এলাকায়।
চাড়াভিটা এলাকার লোকজন গাড়িটি দেখে থামানোর চেষ্টা করলে তারা উল্টো পথে চলে যায়। পরে ডাকাত দলের সদস্যরা শুকদেবনগর গ্রামে পৌঁছে গাড়ি রেখে পালানোর চেষ্টাকালে জনতা তাদের ধরে ফেলে এবং মারধর করে।
প্রশাসন বিষয়টি জানতে পেরে চার ডাকাতকে জনতার কাছ থেকে আটক করে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে রেখেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy