প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৪:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২১, ৩:০৮ এ.এম

যশোরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে, অভিমানী প্রেমিকের আত্মহত্যা!
রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
Facebook Twitter share
কলেজ পড়ুয়া প্রেমিকার একাধিক প্রেমের কারনে, অভিমানে প্রেমিকা মীমকে ভিডিও কলের লাইভে রেখে, তার শেষ ইচ্ছা জানতে চেয়ে জিহাদি হাসান(২৭) এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। জিহাদি হাসান যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তাহের আলীর পুত্র। জিহাদি চট্টগ্রামের একটি সিএন্ড এফ এজেন্সিতে চাকরি করতেন এবং সেখানেই তিনি ভিডিও কলে আত্মহত্যা করেন।
Surjodoy.com
নিহত জিহাদি'র প্রেমিকা সানজিদা হক মীম বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের সেলিমুল হকের মেয়ে। জানা যায়, নিহত জিহাদি তার প্রেমিকার কাছে জানতে চাই, তিনি তাকে গ্রহণ করবে কিনা, যদি তাকে গ্রহণ না করে, তবে সে, গলায় রশি দিয়ে আত্মহত্যা করবে, নিহত জিহাদি ভিডিও কলে, তার প্রেমিককে রশি টাঙ্গানো দেখায়, যদি সে গ্রহণ না করে তাহলে ওই রশি দিয়ে সে আত্মহত্যা করবে।
The Daily surjodoy
এসব দৃশ্য দেখার পরও মন গলেনি পাষণ্ড প্রেমিকা সানজিদা হক মিমের। সে সরাসরি জিহাদিকে , আর কিছু করার নেই বলে সাফ জানিয়ে দেয়, জিহাদি আত্মহত্যা করলে তার কিছু করার নাই। এ কথা শোনার পর জিহাদি গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
The Daily surjodoy
নিহত জিহাদের ছোট ভাই মেহেদী হাসান জানান, প্রায় দুই বছরের অধিক সময় ধরে মিমের সাথে তার ভাইয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। মিম যশোর শহরে লেখাপড়া করায়, মিমের সাথে তার ভাইয়ের মোবাইল ফোনে কথা হত। মাঝেমধ্যে মীমকে হাত খরচ লেখাপড়ার টাকাও দিত। সম্প্রতি নিহত জিহাদী জানতে পারে, সে ছাড়াও মিমের আরও একাধিক বয়-ফ্রেন্ড ও প্রেমের সম্পর্ক আছে।
The Daily surjodoy
এ বিষয় নিয়ে নিহত জিহাদী মিমের কাছে তার একাধিক প্রেমের কথা জানতে চাই.ও তাকে বিয়ের কথা বলে। যদি সে তাকে বিয়ে না করে, তবে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করবে, ভিডিও কলে রশি দেখানোর পরেও মিম তাকে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয়।
The Daily surjodoy
এবং সে আত্মহত্যা করলে তার কিছু করার নেই, হত্যা করলে তার কিছু যায় আসে না। সেই অভিমানে জিহাদী নিজ কর্মস্থলে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। নিহতের ভাই মিরাজ হোসেন বলেন মীম আমার ভাইকে আত্মহত্যা করতে বাধ্য করেছে এমন পাষণ্ড প্রেমিকের বিচার চান তিনি।
The Daily surjodoy
এ বিষয়ে নিহত জিহাদির প্রেমিকা সানজিদা হক মিম বলেন,জিহাদীর সঙ্গে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, সম্প্রতি আমি বিভিন্ন বন্ধু-বান্ধবের কাছ থেকে জানতে পারি, জিহাদি সিগারেটের প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়েছে, সেই অভিমানে আমি জিহাদিকে তার সঙ্গে প্রেমের সম্পর্ক রাখবো না বলে তাকে জানাই।
The Daily surjodoy
এই অভিমানের সে আত্মহত্যা করবে! জিহাদীর প্রেমিকা সানজিদা হক মিমের বাবা সেলিমুল হক বলেন, আমার মেয়ের সঙ্গে সাদিপুর গ্রামের জিহাদি নামে একটি ছেলে প্রেমের সম্পর্ক আছে, তাদের প্রেমে কোন প্রকার হস্তক্ষেপ করেনি, বা জিহাদীর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে কোনো আপত্তি ছিল না। কেন বা কি কারনে জিহাদী আত্মহত্যা করেছে আমার জানা নেই।
The Daily surjodoy
নিহতের লাশ বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে যশোরের বেনাপোলে উদ্দেশ্যে রওনা হয়েছে বলে, তার পরিবারের লোকজন জানিয়েছেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ জানিয়েছেন, জিহাদি নামে একজন চট্টগ্রামে আত্মহত্যা করেছে, বলে আমরা শুনেছি, এখনো পর্যন্ত কেহ থানায় কোনো অভিযোগ করেনি, এ রিপোর্ট লেখা পর্যন্ত, নিহত জিহাদী লাশ চট্টগ্রাম থেকে বেনাপোলে পৌঁছায় নি।