যশোর প্রদিনিধি
কলোনি মোড়ের ফারুকের বাড়ির ভাড়াটিয়া আছির উদ্দিনের মেয়ে কুলসুম আক্তার ওরফে কুলসুম, সদর উপজেলার জগমোহনপুর উত্তরপাড়া যশোরে বিপ্লব মোল্যা (২৭) নামে এক যুবক হত্যার অভিযোগে স্ত্রীসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পুলিশের চাওয়া রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
আসামিরা হলেন, যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে তাসবিরুল হোসেন হৃদয় ও ইছালী পূর্বপাড়ার আবু তাহেরের ছেলে আব্দুল মতিন। ময়নাতদন্ত রিপোর্টে হত্যা করা হয়েছে প্রমাণ পাওয়ার পরই ১৮ আগস্ট তাদের আটক করা হয়।
যশোর সদর উপজেলার কামারগন্না মধ্যপাড়ার মৃত আব্দুল হাসেমের ছেলে ইউনুচ আলী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। মামলায় ছেলের বউ কুলসুম আক্তার ওরফে কুলসুম, তাসবিরুল হোসেন ওরফে হৃদয় আব্দুল মতিনসহ অজ্ঞাতনামা ১-২ জনের বিরুদ্ধে এজাহার দেন।
মামলায় উল্লেখ করা হয়, আট বছর আগে ছেলে বিপ্লব মোল্যার সঙ্গে কুলসুম আক্তার ওরফে কুলসুমের বিয়ে হয়। বিয়ের পর বিপ্লব মোল্যার ওরসে মেহেদী হাসান শাকিব (৬) ও রবিউল ইসলাম নিহাত (৪) রয়েছে, এই ব্যাপারে গত ৪ জুন কোতয়ালী থানায় অপমৃত্যু মামলা রুজু হয়। পরে বিপ্লব মোল্যার বাবা লাশ বুঝে নিয়ে দাফন করেন।
ময়নাতদন্ত রিপোর্ট সম্পন্নকারী যশোর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক বাবলু কিশোর বিশ্বাস ১৮ আগস্ট রিপোর্টে উল্লেখ করেন, ‘নিহত ব্যক্তিকে শ্বাসরোধপূর্বক আঘাতজনিত কারণে হত্যা করা হয়েছে।’ ময়না তদন্তর রিপোর্ট থানা পুলিশের মাধ্যমে পেয়ে ছেলের বউসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১-২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ মঙ্গলবার ১৮ আগস্ট রাতে কুলসুমসহ তিনজনকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করে। একই সঙ্গে রিমান্ডের আবেদন জানানো হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy