প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৮:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২১, ৯:১৪ পি.এম
যশোর জেনারেল হাসপাতাল কর্মচারীর মৃত্যু

এসকে রাসেল
যশোরঃ যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গের কর্মী গোবিন্দ দাস (৫২) শনিবার দুপুরে মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন তিনি লিভার জনিত রোগে ভুগছিলেন।
গোবিন্দর ছেলে লক্ষণ দাস জানান, তার পিতা যশোর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্তের জন্য কাজ করতেন। গত প্রায় ৩০ বছর তিনি এ কাজে নিয়োজিত ছিলেন। গত প্রায় দু’বছর তিনি লিভার জনিত রোগে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হলে তার লিভার ক্যন্সার ধরা পড়ে।
এরপর তিনি বাড়িতে ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুর ১টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাড়ি থেকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy