প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২১, ১০:৪০ পি.এম
যশোর পল্লী বিদ্রুৎ সমিতি ১. ঝিকরগাছায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বেনাপোল (যশোর ) প্রতিনিধিঃ :
শোকের মাসে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্মরণ করে 'ঘরে ঘরে বিদ্যুতায়ন, ' এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার ২শত অসহায় দুস্থ পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সার্বিক তত্ত্বাবধানে মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় রবিবার সকালে ঝিকরগাছা জোনাল অফিস কর্তৃক শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এ সহায়তা প্রদান করা হয়েছে।
ঝিকরগাছাসহ যশোর সদর, চৌগাছা, শার্শা, বাঘারপাড়া উপজেলায় সর্বমোট ১২৫০টি অসহায় দুস্থ পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১।
এসময় উপস্থিত ছিলেন,
ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন এজিএম মোঃ রুবেল রানাসহ সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন বলেন, আমরা সবাই জানি. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি গরীব-দুঃখী মানুষকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে বেঁচে নেই।
আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি বঙ্গবন্ধুর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমি ও আমার দপ্তরের সকলের পক্ষ হতে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy