হাবিবুর রহমান হবি, যশোরঃ
যশোর সিটি ক্যাবল প্রাঃ লিঃ বিকাশের মাধ্যমে বিল পরিশোধের ব্যাবস্থা করেছে এখন থেকে গ্রাহক রা
বিকাশের মাধ্যমে তাদের ডিস লা্ইনের বিল পরিশোধ করতে পারবে। এ উপলক্ষে বৃহস্পতিবার যশোরস্ত
হোটেল জাবীর ইন্টারন্যাশনাল যশোর সিটি ক্যাবলের পক্ষথেকে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ের আযোজন
করে।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, যশোর সিটি ক্যাবলের ম্যানেজিং ডিরেক্টর মীর মোশারফ হোসেন বাবু, এবং
বিকাশের বিজনেস ডেভেলপমেন্ট এর জেনারেল ম্যানেজার এস এম বেলাল আহম্মেদ চুক্তি হস্তান্তর করেন।
এসময় জেসিসিএল এর চেয়ারম্যান এস এম মারুফ হাসান এবং বিকাশের খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার
মোঃ মুর্শিদুজ্জামান সহ উভয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেসিসিএল এর ম্যানেজিং ডিরেক্টর মীর মোশারফ হোসেন বাবু বলেন যশোর জেলার নানা প্রান্তে তেকে এখন
আমাদের গ্রাহকরা জনপ্রিয় সেবা বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। ফলে গ্রাহক সেবা
ব্যবস্থাপনা আরো সুচারূ হবে এবং আমরা প্রযুক্তিগত এবং অন্যান্য সেবায় আরো মনোনিবেশ করতে পারবো।
বিকাশের বিজনেস ডেভেলপমেন্ট এর জেনারেল ম্যানেজার এস এম বেলাল আহম্মেদ বলেন, প্রতি গ্রাহকের
কাছে থেকে ২০০ বা ২৫০ টাকার মাসিক বিল সংগ্রহে বড় ব্যবস্থাপনায় প্রয়োজন হয়। বিকাশের মাধ্যমে বিল
পরিশোধ ব্যবস্থা জেসিসিএল গ্রাহকদেরজন্য সেবা নিরবছিন্ন করা পাশাপাশি সকলের সময় ও খরচের সাশ্রয়
করবে। ছোট বিলের বড় ঝামেলা এড়াতে সব কেবল চ্যানেল সেবাদানকারী প্রতিষ্ঠান এ্ পদ্ধতিতে বিল সংগ্রহ
করে গ্রাহকের পাশাপাশি নিজেদের বিল ব্যবস্থপনায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারেন।
Leave a Reply