প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২১, ১১:৫৩ পি.এম
যানজটে জনভোগান্তি নিরসনে মাঠে নেমেছে আনোয়ারা উপজেলা প্রশাসন
রফিক তালুকদার, চট্টগ্রামঃ
দক্ষিণ চট্টগ্রামের পিএবি সড়কের আনোয়ারা(চাতরী) চৌমুহনী বাজারে সরকারী রাস্তা এবং ফুটপাত দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা ভাসমান দোকান ও মূল সড়কের উপর গাড়ী পার্কিংয়ের কারণে সৃষ্ট নৈমিত্তিক যানজট ও জন ভোগান্তির অবসান কল্পে আজ মাঠে নেমেছে আনোয়ারা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(২১সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদের নেতৃত্বে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকান ও অপরিকল্পিত গাড়ী ষ্ট্যান্ড উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ও থানা পুলিশের একটি দল।
এ সময় চৌমুহনী বাজারের উত্তর ও দক্ষিন পাশ এবং কাঁচা বাজারের সিইউএফএল সড়কে গড়ে উঠা সকল অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়। আটক করা হয়েছে অবৈধ দোকানপাট গড়ে তোলা ও যত্রতত্র গড়ী পার্কিংয়ের সাথে জড়িত ৮ জনকে।
বাজারের ইজাদার কর্তুপক্ষকে কঠোর হুশিয়ারি উচ্চারন করে অভিযানে নেতৃত্বদানকারী ইউএনও বলেন আজকের পর ফুটপাতে থাকবেনা আর কোন ভাসমান দেকান, রাখা যাবেনা যত্রতত্র গড়ী পার্কিংয়ের ব্যাবস্থাও। যদি এর ব্যার্তয় ঘটে বাজারের ইজারা বাতিলসহ জরিমানা করা হবে।
চৌমুহনী বাজারকে অবৈধ দখলদার ও যানজটমুক্ত রাখতে সার্বক্ষণিক নজরদারির করতে নির্দেশ দেওয়া হয়েছে বাজারে দায়িত্বরত ট্রাফিক ইনচার্জকে।
অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, এই এলাকায় আমি যোগদান করার পরে কমপক্ষে বিশ বারের মতো অভিযান পরিচালনা করেছি। কিন্তু সকালে উচ্ছেদ করলে বিকেলে তারা আবারো বসে নিত্য যানজট সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা ছাড়া মানবিকতা দেখানোর কোন সুযোগ নেই।
বাস ও অটোরিকশা মালিক সমিতির সাথে বৈঠক করে কোন স্থানে ষ্ট্যান্ড করলে ব্যাস্ততম চৌমুহনী মোড় যানজট মুক্ত থাকবে সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।
প্রশাসনের এমন উদ্যোগে নৈমিত্তিক এ যানজট মুক্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় পথচারী ও শতশত যাত্রীগণ। এবং ধন্যবাদ জানান প্রশসসনকে।
চৌমুহনীকে যানজট মুক্ত রাখতে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত রাখা জরুরী বলে মনে করেন সাধারণ মানুষ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy