প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৬:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২১, ১১:১৬ পি.এম
যার পিঠে থানায় দালালী করার ট্যাগ আছে; এমন কোন লোক থানায় প্রবেশ নিষেধ! এসপি হাসান

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার::
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালীতে আজ ০৪ ফেব্রুয়ারী(বৃহস্পতিবার)বিকালে মহেশখালী পৌর সভায় অবস্থিত অহনা কনভেনশন হলে মহেশখালী থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যকালে মোঃ হাসানুজ্জামান,পিপিএম-সেবা পুলিশ সুপার,কক্সবাজার এ কথা বলেন ৷
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-২, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনও মাহফুজুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য মহেশখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, তৎকালীন মুক্তিযুদ্ধা কমান্ডার সালেহ আহমদ, জাহেদুল ইসলাম এএসপি মহেশখালী সার্কেল, মহেশখালী কলেজের অধ্যক্ষ আহমদ কবির, জেলা পরিষদ সদস্য মশরফা জান্নাত, মহেশখালী বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় বিভিন্ন শ্রেণির সাধারণ মানুষ ৷
সভা সঞ্চালনা করেন, আশিকুর রহমান ওসি(তদন্ত) মহেশখালী থানা ৷
সভায় সভাপতিত্ব করেন, মোঃ আব্দুল হাই, অফিসার ইনচার্জ (ওসি) মহেশখালী থানা, কক্সবাজার।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy