ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনে আরও ৯১৯ জনের মৃত্যু হয়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।
জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) কভিড-১৯ দেশটিতে নয়শোর বেশি মানুষের মৃত্যু হয়। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৯৯ জন, যা বিশ্বে সর্বোচ্চ।
এই সময়ে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। তাতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫১ হাজার, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
অবস্থার উন্নতি না হলেও দেশ জুড়ে লকডাউন শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বেশ ক’দিন ধরে দেশটি জুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এসব জনসমাগমে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ কয় কি-না সেই শঙ্কাও উঁকি দিচ্ছে।
এদিকে, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ছুঁই ছুঁই। সুস্থতার সংখ্যা ২৮ লাখ।
আক্রান্তে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, ৫ লাখ ৮৪ হাজার। এরপর রয়েছে রাশিয়া, ৩ লাখ ৩১ হাজার।
মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরে রয়েছে যুক্তরাজ্য, ৪০ হাজার ছুঁই ছুঁই। এরপর রয়েছে ইতালি, ৩৩ হাজার ৬০০।