প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২০, ৩:১৫ পি.এম
যুক্তরাষ্ট্রে টানা ষষ্ঠদিনের মতো করোনায় ১০০০ মৃত্যু
গত ছয় দিনে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ। দেশটিতে আজ রবিবার পর্যন্ত করোনায় মারা গেছে মোট ১ লাখ ৫৭ হাজার ৮৯৮ জন এবং সংক্রমিত হয়েছে ৪৭ লাখ ৬৪ হাজার ৩১৮ জন।
গতকাল ১ আগস্ট দেশটিতে ৫৮ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার দ্যা ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গতকাল শনিবার দেশটিতে করোনায় মারা গেছে ১১৯৮ জন।
এর আগে গত ৫ দিনে করোনায় মারা গেছে যথাক্রমে ১১২৩, ১৪৬২, ১৪৬৫, ১৪৬৫ ও ১৩৩০। করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy