ডেস্ক : জাতীয় সুরক্ষা নিশ্চিতে রবিবার থেকে মার্কিন অ্যাপ স্টোর থেকে নিষিদ্ধ হচ্ছে উই চ্যাট ও টিকটক। আজ শুক্রবার দেশটির বাণিজ্য সচিব উইলবার রস ফক্স বিজনেস নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে সমঝোতায় না আসলে ১২ই নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হবে চীনা অ্যাপ টিকটক। এর আগে গত আগস্টে বিভিন্ন অ্যাপের আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেই সঙ্গে এইসব অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিলেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণার প্রেক্ষিতেই উই চ্যাট ও টিকটক বন্ধের সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও জানান বাণিজ্য সচিব রস।
অ্যাপ্লিকেশন বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার মতে, নিষেধাজ্ঞার পর এমনিতেই অ্যাপটির ব্যবহার কমেছে। আগে প্রতিদিন ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারী অ্যাপটি ব্যবহার করতেন।
অনেক উই চ্যাট ব্যবহারকারী বিকল্পে অ্যাপে যোগাযোগের পথ বেছে নিয়েছেন। কেউ কেউ স্কাইপ কিংবা লিংকডইন ব্যবহার করে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন। আবার অনেকে ব্যবহার করেছে ভিপিএন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy