সুর্যোদয় ডেস্ক: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে এগুচ্ছে। সবশেষ পরিসংখ্যান তাই জানান দিচ্ছে। গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৫২ হাজারের বেশি মানুষের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়েছে।
জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ও সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) দেশটিতে ৫২ হাজার ৮৯৮ জনের শরীরে করোনা ধরা পড়েছে। বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয়টির হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ছাড়িয়েছে ২৬ লাখ ৮২ হাজার।
চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তে মৃত্যুর তালিকায় নাম ওঠেছে আরও ৭০৬ জনের। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার।
আক্রান্ত-মৃত্যু উভয় তালিকাতেই আগে থেকেই শীর্ষে দেশটি।
আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা আরও বেশি। আক্রান্ত ২৭ লাখ ৮০ হাজার ছুঁই ছুঁই; আর মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৩০ হাজার।
গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার বা এর ওপরে ঘুরাঘুরি করছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় তা ছাড়িয়ে গেল ৫০ হাজার।
হিউস্টন, টেক্সাস, ফোনিক্স ও অ্যারিজোনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে হাসপাতালগুলোতে রোগী ভর্তির পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বুধবার টেক্সাসে আক্রান্তের রেকর্ড হয়েছে, ৮ হাজার ৭৬ জন, যা আগের দিনের তুলনায় ১ হাজার বেশি।
ফের আক্রান্ত বাড়তির দিকে থাকায় বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা থেকে সরে এসেছে ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy