পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছার অমর একুশের বই মেলা পরিদর্শন করেছেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অত্র এলাকার কৃতী সন্তান বিশিষ্ট কবি ও লেখক সাবিনা ইয়াসমিন মালা। তিনি বুধবার সন্ধ্যায় বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় কবি সাবিনা ইয়াসমিনের প্রকাশিত ১৯তম কাব্য গ্রন্থ “একশো আটটি ফুল” স্থান পেয়েছে।
উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে পৌরসভা ও অরণ্য পাইকগাছা ১৩ দিন ব্যাপী এ বই মেলার আয়োজন করেছে। ১৬ ফেব্রæয়ারি থেকে শুরু হওয়া বই মেলা আগামী ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে। পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy