নিজেস্ব প্রতিবেদক ঃ- রাজধানী মিরপুরের পল্লবী থানাধীন ৬ নাম্বার কাচাঁবাজারের সামনে থেকে শতশত নেতা কর্মীদের নিয়ে বিশাল এক প্রতিবাদ মিছিল বের করেছেন পল্লবী থানা যুবদলের নেতা কর্মীরা। রবিবার ১৩'ই অক্টোবর সকল ১১ টার দিকে পল্লবী থানাধীন ৬ নাম্বার কাচাঁবাজারের সামনে থেকে শত শত নেতা কর্মীদের নিয়ে পল্লবী থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান সোহেলের নেতৃত্বে বিশাল এই মিছিলটি বের করেন যুবদল। এ সময়ে পল্লবী থানা যুবদলের নেতাকর্মী সহ ৬ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময়ে যুবদলের মিছিল থেকে নানা শ্লোগান আসতে শোনা যায় তখন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। সংক্ষিপ্ত সমাবেশে পল্লবী থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান সোহেল বলেন, গত ১৫ বছর আওয়ামী দুঃশাসন বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে স্বৈরাচার সরকার এখন তারা এই পাঁয়তারা করছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর নির্যাতন, শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র-জনতার হত্যাকাণ্ডের জড়িত খুনিদের বিচারের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, যুবদলের নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা করে দাবিয়ে রাখা যাবেনা কর্মীরা রাজপথে ছিলো, আছে এবং থাকবে। আওয়ামী দোসরদের ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই তাই সবাইকে সজাগ থাকতে হবে। বিভিন্ন সময়ে আওয়ামী স্বৈরাচাররা এখনো দলিয় নেতা কর্মীদের বাসা বাড়িতে গোপনে হামলে পরছে তাদের রুখে দিতে হবে। এ সকল ষড়যন্ত্রকারীদের অতি দ্রুত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনাতে হবে বলে দাবী জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy