
উবাইদুল্লাহ খানজাহান আলী থানা প্রতিনিধি খুলনাঃ
ছায়রা ফকিরের ওরশ উপলক্ষে যোগীপোল মধ্যপাড়া ৭ নং ওয়ার্ড কবরস্থান সংলগ্নে বার্ষিক ওয়াজ মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ছায়রা ফকিরের ওরশ উপলক্ষে যোগীপোল মধ্যপাড়া ৭ নং ওয়ার্ড কবরস্থান সংলগ্নে এ ওয়াজ মাহাফিল আয়োজন করে।
জাতীয় পার্টি, খানজাহান আলী থানার সভাপতিএস এম আনিসুর রহমানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে
প্রাধান অথিতি ছিলেন, সাজ্জাদুর রহমান লিংকন, আহবায়ক আওয়ামী যুবলীগ, খানজাহান আলী থানা ও প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ খুলনা। বিশেষ অথিতি ছিলেন জনাব শেখ আমজাদ হোসেন সদস্য, ৭ নং ওয়ার্ড, যোগীপোল ইউনিয়ন পরিষদ
এবং প্রধান বক্তা ছিলেন হাফেজ হযরত মাওলানা মুফতি সৈয়দ আনোয়ার শাহ আল হুসাইনী, (খতিব, বাইতুল তাকওয়া জামে মসজিদ, দামোদর, খুলনা,বিশেষ বক্তা ছিলেন আলহাজ্ব হযরত মাও: মুফতি হুমায়ুন কবীর হুসাইনী। এছাড়াও উপস্থিত ছিলেন শেখ আফজাল হোসেন, শেখ ফারুখ হোসেন, মনসুর হেলাল, হানিফ শেখ, খাইরুল শেখ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গউপস্থিত ছিলেন । মাহাফিল দোয়া ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply