আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিদিধিঃ
সাভারের আশুলিয়ায় যৌতুকের টাকা না দেওয়ায় আশুলিয়ায় একই পরিবারের তিন ভাইকে কুপিয়ে জখম করেছে তাদের বোন জামাই। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দিবাগত রাতে আশুলিয়া ইউনিয়নের মধ্য চারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেছেন।
এলাকাবাসী জানায়, এক বছর আগে মধ্য চারাবাগ এলাকার মৃত ফয়েজ মিয়ার মেয়ে ফারজানা খাতুনের সঙ্গে বিয়ে হয় ওই এলাকার মানিক মুন্সির ছেলে মনির হোসেনের। বিয়ের পর মনির হোসেন কয়েক লক্ষ টাকা যৌতুক দাবি করেন ফারজানা খাতুনের ভাইদের কাছ থেকে।
ফারজানা খাতুনের সংসারের উন্নতির কথা ভেবে তার ভাইয়েরা কয়েক লক্ষ টাকা যৌতুক দেন মনির হোসেনকে। পরে আবারও যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও কয়েক লক্ষ টাকা যৌতুক দাবি করেন মনির হোসেন। এসময় ফারজানা খাতুন বাবার বাড়ি থেকে যৌতুক আনবে না জানালে মনির ফারজানা খাতুনকে মারধর করেন।
পরে এলাকাবাসী মারধরের বিষয়টি ফারজানা খাতুনের ভাই ফিরোজ কবির, জহিরুল ইসলাম ও মমিনুল ইসলামকে জানালে তার বোনের বাড়িতে উপস্থিত হয়ে তিন ভাই তার বোনকে মারধরের বিষয়ে জানতে চান। তখন মনির ও তার বাবা মো. মানিক মুন্সি ও ছোট বাই মো. রনি হোসেনসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে ফারজানা খাতুনের ভাইদের কুপিয়ে জখম করে।
স্থানীয়রা তাদের চিৎকারে এসে আহতদের দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত তিন ভাই জানান, স্থানীয়রা সময়মতো উদ্ধার না করলে মনির তাদেরকে হত্যা করে পালিয়ে যেত। আশুলিয়া থানার এস আই (উপ-পরিদর্শক) সাইমন বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।