নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাবিট অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৫,সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত শামীম রেজা (২৬) নামে এক পলাতক আসামীকে করেছে।
সোমবার(৬ সেপ্টেম্বর)সকালে জয়পুরহাট পৌর শহরের সিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত শামীম রেজা নওগাঁর ধামইরহাট উপজেলার মধ্য চাঁদপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
সিপিসি-৩,র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে.তৌকির আটকের বিষয়টি নিশ্চিত করে সূর্যোদয়কে জানান, গত ২০১৯ সালের ১৪ এ নভেম্বর যৌতুক নিরোধ আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়।
উক্ত মামলায় তার ২ বছরের সাজা হয়। এবং সাজা হওয়ার পর থেকেই সে প্রায় ২ বছর যাবৎ পলাতক ছিলো। সোমবার সকালে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে পৌর শহরের সিও কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তাকে নওগাঁর ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।