রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত Joint Action for Nutrition Outcome (JANO) প্রকল্পের উপজেলা পর্যায়ে সিভিল সোসাইটি ফোরাম গঠন ও পরবর্তী কার্যক্রম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কাউনিয়া মহিলা কলেজের সভাকক্ষে আয়োজিত প্রথম সভায় স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে জানো প্রকল্পের চলমান কার্যক্রমের পাশাপাশি উপজেলা সিভিল সোসাইটি ফোরামের দায়িত্ব ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। পরে সভার সম্মতিক্রমে কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল মাহমুদকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী ও হলদিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদা বেগমকে সহ-সভাপতি এবং উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ন সচিব মাহ্মুদুল হাসান পিন্টুকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা সিভিল সোসাইটি ফোরাম চুড়ান্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ প্রতিনিধি উদয়ন দেওয়ান, সাংবাদিক নিতাই রায়, মিজানুর রহমান মিজান, জহির রায়হান, ভুতছাড়া একতা ব্লাড ব্যাংকের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ। এছাড়াও ইএসডিও’র জানো প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন জানো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মারূফ আহমেদ।