রংপুরের গঙ্গাচড়ায় ঘরে ঘরে জ্বর, নমুনা দিলেই করোনা শনাক্ত
রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় বেড়েই চলেছে সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলার প্রায় প্রতিটি বাড়িতেই এখন এ ধরনের রোগী। তাদের মধ্যে জ্বর নিয়ে ভীতি থাকলেও করোনা পরীক্ষায় নেই কোন আগ্রহ। এর মধ্যে কেউ চিকিৎসকের পরামর্শে নমুনা প্রদান করলেই হচ্ছে করোনা শনাক্ত।
এদিকে উপজেলায় কয়েক দিন থেকে দিনে গরম ও রাতে ঠান্ডা পড়েছে। তাপমাত্রার এ তারতম্যের কারণে সর্দি-জ্বর বেড়েছে বলে চিকিৎসকরা জানান। তবে করোনা মহামারির এ সময়ে সর্দি-কাশি-জ্বর দেখা দিলেই অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবনের পরামর্শ দেন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
খোঁজ নিয়ে জানা যায়, এখন উপজেলার বেশির ভাগ বাড়িতেই কেউ না কেউ জ্বর-কাশিতে আক্রান্ত। তাদের বেশির ভাগই স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কিনে সেবন করছেন। এভাবে অনেকে সুস্থ্য হয়ে উঠছেন। আবার কেউ কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার কথা বলে জানান,
বর্তমানে প্রতিদিনই এ উপজেলায় করোনা শনাক্তের হার বাড়ছে। নমুনা দেয়াদের মধ্যে গড়ে প্রতিদিন ৫-৬ জন করোনা শনাক্ত হচ্ছে। উপসর্গ থাকা রোগীদের করোনা পরীক্ষায় আগ্রহ কম। সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত ব্যক্তিরা সঠিকভাবে নমুনা প্রদান করলে এ হার আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
এ হার কমাতে তিনি সকলকে বিনা কারণে ঘরের বাহিরে যেতে নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy