রোস্তম আলী: রংপুর
রংপুর নগরীর জামাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মঙ্গলবার (২রা মার্চ) ভোর ছয়টার দিকে মার্কেটে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় বলে জানান স্থানীয়রা। রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে প্রথমে আটটি ইউনিট পরে আরো দুইটি ইউনিটসহ মোট দশটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত নন তারা।
এদিকে ১৫ থেকে ১৬টি কাপড়ের দোকান পুড়ে যাওয়ায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান বিক্রেতারা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy