নিজস্ব প্রতিবেদক :
রংপুরে মরণঘাতি করোনা ভাইরাসের থাবায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ১৪জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
রংপুর সিভিল সার্জন মারফত জানা গেছে গত কয়েক দিন আগে তাজহাট থানা পুলিশের ৫ পুলিশ সদস্যের শরীরে করোনা সনাক্ত হয়েছিল। তার পর গত (২৯ আগস্ট) এর রেজাল্টে ঐ থানার আরো ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, বর্তমান সময়ে তাজহাট থানার ১৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত ।পুলিশ সদস্যরা হলেন- পুর্বের কং কায়েদে আযম, কং আমিনুল, কং মোফাজ্জল, কং আব্দুর রহিম।
গত শনিবা (২৯ অাগস্ট) এর রিপোর্ট অনুসারে কং/১১৩৩ সামছুল, কং/৪৩৫ রবিউল, কং/৬৮৮ নূর আজিজ, কং/১১৯১ ওমর ফারুক, কং/১২০৯ সুজাউল, কং/৫৯২ রতন
কং/১২১৪ মাহফুজ, ড্রাই নায়েক/১২১ পলাশ, ড্রাই কং/২২৭ মোখলেছ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy