প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২০, ৮:১১ পি.এম
রংপুরের দুই নারী ফুটবলারের চিকিৎসার দায়িত্ব নিলেন এসপি বিপ্লব কুমার
রেখা মনি, স্টাফ রিপোর্টার :
রংপুরের নারী ফুটবলারের গ্রাম নামে পরিচিত সেই প্রত্যন্ত এলাকা সদ্যপুষ্করিনী ইউনিয়ন এর পালিচড়া নয়াপুকুর গ্রামের নারী ফুটবল টিমের ইঞ্জুরীতে আহত দুই ফুটবলারের দায়িত্ব নিয়ে তাদের হাটুর লিগামেন্ট অপারেশন করালেন জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
বুধবার দুপুরে ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালিষ্ট হাসপাতালে হাটুর লিগামেন্ট ছেড়া দুই নারী ফুটবলার নাছরিন আক্তার ও রুমি আক্তারের অপারেশন সম্পন্ন হয়েছে বলে বিষয়টি নিচ্ছিত করেছেন তাদের ফুটবল প্রশিক্ষক মিলন খান।
জানা যায়,কিছু দিন আগে সদ্যপুষ্করিনীর নয়াপুকুর মাঠে নারী ফুটবলারদের খেলা দেখতে আসেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।এসময় তিনি দু’জন ফুটবলার এর ইঞ্জুরির বিষয়টি জানতে পেরে চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন।তারই দিক-নির্দেশনা ও সহোযোগীতায় গত বুধবার ঢাকায় বাংলাদেশ স্পেশালিষ্ট হাসপাতালে নারী ফুটবলার নাসরিন ও রুমি হাটুর লিগামেন্ট অপারেশন করা হয়।এদিকে প্রত্যন্ত অঞ্চলের এই নারী ফুটবলাদের পাশে থাকায় পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব আরিফের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই ফুটবলারের অভিবাভকরা ও এফ সি বি ডিপ্লোমা প্রাপ্ত কোচ ও উত্তরবঙ্গ এফ সির হেড কোচ মিলন খান।
উল্লেখ্য, সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের এই দুই নারী ফুটবলারের মধ্যে নাছরিন আক্তার ২০১৮ সালে সাফ অনুঃ ১৫ তে ভুটানে যাওয়ার কথা ছিলো কিন্তু ইঞ্জুরির কারনে যাওয়া হয়নি তার।জে এফ কাপে সেরা খেলোয়াড়রের খ্যাতি অর্জনও করেছিল সে।অন্যদিকে রুমি আক্তার বাংলাদেশ অনু: ১৫ জাতীয় দলে খেলেছেন এবং নিয়মিত খেলোয়াড় ছিলো সে।সাফ অঃ১৫, উইমেন্স চ্যাম্পিয়নশীপ ২০১৭ ও ২০১৮ তে খেলেছিল সে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy