রোস্তম আলী ,রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আরেফীনের সরকারি মোবাইল নম্বর কোন করা হয়েছে। একটি প্রতারক চক্র নম্বরটি ব্যবহার করে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন লোকের কাছে ফোন করে টাকা দাবি করে। গত সোমবার (৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফীন। এর আগে বেলা দেড়টার দিকে ‘উপজেলা প্রশাসন পীরগাছা রংপুর’ নামের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি তিনি সবাইকে অবগত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বলা হয়, “উপজেলা নির্বাহী অফিসার পীরগাছার দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি কোন করা হয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো” এ বিষয়ে ইউএনও শামসুল আরেফীন বলেন, সোমবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে পীরগাছা সদর, পারুল, কল্যাণী ও ইটাকুমারী ইউপি চেয়ারম্যানসহ একাধিক ব্যক্তির কাছে এমন ফোন এসেছে বলে জানতে পারি। তাদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের কথা বলে চাঁদা চাওয়া হয়। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সবাইকে সতর্ক থকার জন্য বলা হয়েছে। এ বিষয়ে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি কোনো প্রতারক চক্রের কাজ হবে। এ ঘটনায় জড়িত থাকায় রংপুর র্যাব-১৩ এর একটি বিশেষ দল তথ্য প্রযুক্তি ও ডিজিটাল আইনে হারুন-অর-রশিদ বাবু নামের এক প্রতারককে গ্রেফতার করে মাহিগঞ্জ থানায় সোপর্দ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy