রিয়াজুল হক সাগর:
রংপুর মেট্রো রংপুরের পুরাতন শহর মাহিগঞ্জের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত ২৭ জুলাই জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের নামে ট্রাস্ট গ্রহণ অথবা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে চিকিৎসা দিয়ে আউটডোর সেবা প্রদানসহ বিভিন্ন সুপারিশ করা হয়েছে। এনিয়ে দু-একদিনের মধ্যেই জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা এ হাসপাতাল পরিদর্শন করে সিদ্ধান্ত চুড়ান্ত করবেন বলে জানা যায়। জানা যায়, বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী বিশিষ্ট মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি’র আর্থিক অনুদানে ১৯৯৫ সালে তৎকালীন রংপুর পৌরসভার তত্ত্বাবধানে নির্মিত হয় হাসপাতালটি। এটি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরন করা হয়। নির্মাণের পর হাসপাতালটি বিভিন্ন সময় এনজিও, সূর্যের হাসি ক্লিনিক, ব্যক্তিগত ক্লিনিক, নগর মাতৃসদনসহ নানা নামে পরিচালিত হয়। তৎকালীন রংপুর পৌরসভা এবং বর্তমান রংপুর সিটি কর্পোরেশনের মাধ্যমেও পরিচালনার করার চেষ্টা করা হয়। কিন্তু কোন ভাবেই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হয়েছে। প্রশাসনকে স্বারকলিপি দেয়া হয়েছে। সিটি কর্পোরেশনের মেয়রকে বিশেষভাবে অবহিত করে এলাকাবাসীর পক্ষে সহযোগিতা চাওয়া হয়েছে। কিন্তু কোন আশ্বাসই কার্যকর হয়নি। অবশেষে গত বছরের শেষ দিকে হাসপাতালটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। হাসপাতালটি পূণরায় চালু হাবার খবরে এলাকার মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হলেও আবার কবে নাগাদ বন্ধ হয়ে যায় আশংঙ্কাও করেছেন অনেকে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy